ধরণীর যত রঙ, বর্ণের আভা
মুক্তোর মত কবিতার খাতায় পেয়েছে শোভা।
ভাষার যত নতুন শব্দ, নব্য ব্যাকরণ
কবিতার লাইনে লাইনে নব অনুভূতির সঞ্চারণ।
কবি থাকেন উল্টোপিঠে কবিতার,
একের পর এক কাগজের পাতা ছিঁড়ে করেন নাশ
স্বর্গের কাছাকাছি এসেও নরকে করেন বাস!
নিয়ে একখানি প্রত্যাশা:
লেখনী তার সঙ্গী হবে কল্পনার!
আবার কবি রচে যান আপনার মনে
কাব্যের পর কাব্য শত শত চরণে;
যত দৃশ্যপট, যত অনুভূতি
যত তৃষ্ঞা, যত বিতৃষ্ঞা বহমান জীবনে।
দূরে থাক পড়ে জীবনের যত কৃষ্টতা,
ক্ষণে ক্ষণে তৈরী নানা জটিলতা,
কবিতায় তিনি গড়ে তুলেন অন্য ভুবন
জীবন জীবন হতে সৌন্দর্য্য নিয়ে,
গড়েন বৈষম্যহীন নতুন জীবন!
আজকের দিনে অগোচরে পড়ে রয় অমূল্য
সেই কবিতার খাতা।
কবি তো ধনী ই,
ছিলেন অতীতে ধনে এবং মানে!
ঐশ্বর্যরা আজ তাকে দেয় ফাঁকি,
তবু কবি অতুলনীয় আপনার মননে।
সেইন্ট আতিক
শহীদুল্লাহ হল
৮ নভেম্বর ২০০৯
মুক্তোর মত কবিতার খাতায় পেয়েছে শোভা।
ভাষার যত নতুন শব্দ, নব্য ব্যাকরণ
কবিতার লাইনে লাইনে নব অনুভূতির সঞ্চারণ।
কবি থাকেন উল্টোপিঠে কবিতার,
একের পর এক কাগজের পাতা ছিঁড়ে করেন নাশ
স্বর্গের কাছাকাছি এসেও নরকে করেন বাস!
নিয়ে একখানি প্রত্যাশা:
লেখনী তার সঙ্গী হবে কল্পনার!
আবার কবি রচে যান আপনার মনে
কাব্যের পর কাব্য শত শত চরণে;
যত দৃশ্যপট, যত অনুভূতি
যত তৃষ্ঞা, যত বিতৃষ্ঞা বহমান জীবনে।
দূরে থাক পড়ে জীবনের যত কৃষ্টতা,
ক্ষণে ক্ষণে তৈরী নানা জটিলতা,
কবিতায় তিনি গড়ে তুলেন অন্য ভুবন
জীবন জীবন হতে সৌন্দর্য্য নিয়ে,
গড়েন বৈষম্যহীন নতুন জীবন!
আজকের দিনে অগোচরে পড়ে রয় অমূল্য
সেই কবিতার খাতা।
কবি তো ধনী ই,
ছিলেন অতীতে ধনে এবং মানে!
ঐশ্বর্যরা আজ তাকে দেয় ফাঁকি,
তবু কবি অতুলনীয় আপনার মননে।
সেইন্ট আতিক
শহীদুল্লাহ হল
৮ নভেম্বর ২০০৯
ঐশ্বর্যরা আজ তাকে দেয় ফাঁকি,
ReplyDeleteতবু কবি অতুলনীয় আপনার মননে।
zottil
Thanks for such nice comment.
ReplyDelete