This blog have moved to FFTsys's domain. Newer posts will appear on the new URL of the blog. Thanks for visiting.

Wednesday, April 7, 2010

অ্যাকুয়ারিয়াম (Aquariam)

কাক-পক্ষির এই শহরে কাক দেখি,
     আর হই আমি বিরক্ত
বিষ্ঠা উপহারে উড়ো দিয়ে যায় যখন
     মনে হল বলল এমন,
“তোমরা নোংরা, তোমাদের আবর্জনা পরিস্কার করি; পরিস্কার করি;
তোমাদের প্রতি আমিও অনেক বিরক্ত!”

প্রতিটি সুন্দরের বিপরীতে আছে সমান কুৎসিত চিত্র,
সুন্দরী নারী? অপ্সরীর মত?
ঘিলু নাই? গড়ের মাঠ?
নাকি আছে বলে খুশী! চুকে গেল পাঠ?
পরীক্ষা করে দেখ নৈতিক চরিত্র।

তাই স্বাধীন মাটির ওপর হেঁটে,
নেচে গেয়ে করি নানা কুকৃত্য,
মা(জন্মভূমি) ধিক্কার দিয়ে বলে উঠে
তোরাই আমাকে পুন:পরাজিত করেছিস!
আমার মাঝে তোরাই যে হলি কদর্য!

চাপাবাজদের পাল্লায় পড়ে সেদিন পাখি বৌকথাকও,
বিরক্ত হয়ে অবাক চোখে বলে “কত কথা কয়!”
মুগ্ধনয়নে নারীর দিকে তাকাই যখন
খুঁজি অপার সৌন্দর্য্য,
সেও ভাবে নাকি,
“নর তোমার সু্ন্দর চোখ, অধর এবং ওষ্ঠ্য!”

তাই যদি হয় সব একশনের সমান রিএকশান
দুর্ভাগাদের এত দু:খের পরেও কেন দু:খের
     হয় না অবসান?

স্বচ্ছ শিল্পময় কৃত্রিম জলাধারে
এতটুকুন মাছ উঁকি দিয় বলে কিনা,
“এত বুঝুন! আর এইখানি বুঝলেন না!
পৃথিবীটা উপবৃত্তীয় হলে কি হবে!
ঠিকই সে এক মস্ত অ্যাকুয়ারিয়াম।
তার মাঝে সাঁতার কাটে দুপেয়ে মৎস্য,
হাজারে হাজারে মিলিয়নে বিলিয়ান!“

সেইন্ট আতিক
৪ এপ্রিল ২০১০

2 comments:

  1. স্বচ্ছ শিল্পময় কৃত্রিম জলাধারে
    এতটুকুন মাছ উঁকি দিয় বলে কিনা,
    “এত বুঝুন! আর এইখানি বুঝলেন না!
    পৃথিবীটা উপবৃত্তীয় হলে কি হবে!
    ঠিকই সে এক মস্ত অ্যাকুয়ারিয়াম।
    তার মাঝে সাঁতার কাটে দুপেয়ে মৎস্য,
    হাজারে হাজারে মিলিয়নে বিলিয়ান!“


    আসলেই পৃথিবী টা একটা বিরাট অ্যাকুয়ারিয়াম। যারা সাঁতার কাঁটতে পারে
    তারাই বাঁচে।

    (ফেরদৌস)

    ReplyDelete
  2. আপনার মত বস লেখক এইখানে কমেন্ট করার আনন্দ ধরে রাখতে পারতেছি না। অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete