দেখি নি অন্তরুপ শুনি নি অনুভুতির কথা,
তবু প্রথম দর্শনেই আবেগের স্রোতধারা,
হৃদয়ে সুখ-সুখ ব্যথা।
অথচ, ভালবাসা হলে নাকি এমনি হয়
সময়ের গতি হয়ে যায় স্লথ,
দিকব্যাপী শব্দের দূষণ রয়ে যায় অশ্রুত,
তার উচ্চারিত একখানি ধ্বনির জন্য
হৃদয় কান পেতে রয়।
নও বন্ধু, নও আত্মীয় হে অচেনা,
মনে হয় নি তবু কিছু বাকি আছে জানা।
জানি না তোমার সংস্কৃতি, ধর্ম, জন্মভূমি,
মানব প্রেম সর্বঊর্ধ্বে, বাকি সব গোঁড়ামি।
জানি জানি,
ভালবাসা হলে পাপী হতে পারে ন্যায়ের আধার
মিথ্যুক হয়ে যেতে পারে সত্যের অবতার!
তাই নিস্পৃহ এ অস্তিত্বে আজ স্পৃহার জোয়ার,
একই ছন্দে ছুটে চলে দেহের প্রতিটি রক্তকণিকা,
একই তাল, একই নৃত্য, একই ছন্দ, একই ঝংকার
আমার অনুভব, আমার হৃদ-স্পন্দন,
আনন্দে আনন্দে অনুরণিত আমার প্রতিটি নিউরন,
শুধু তুমি, তুমি। তুমি।
সেইন্ট আতিক
৩০ মার্চ ২০১০
তবু প্রথম দর্শনেই আবেগের স্রোতধারা,
হৃদয়ে সুখ-সুখ ব্যথা।
অথচ, ভালবাসা হলে নাকি এমনি হয়
সময়ের গতি হয়ে যায় স্লথ,
দিকব্যাপী শব্দের দূষণ রয়ে যায় অশ্রুত,
তার উচ্চারিত একখানি ধ্বনির জন্য
হৃদয় কান পেতে রয়।
নও বন্ধু, নও আত্মীয় হে অচেনা,
মনে হয় নি তবু কিছু বাকি আছে জানা।
জানি না তোমার সংস্কৃতি, ধর্ম, জন্মভূমি,
মানব প্রেম সর্বঊর্ধ্বে, বাকি সব গোঁড়ামি।
জানি জানি,
ভালবাসা হলে পাপী হতে পারে ন্যায়ের আধার
মিথ্যুক হয়ে যেতে পারে সত্যের অবতার!
তাই নিস্পৃহ এ অস্তিত্বে আজ স্পৃহার জোয়ার,
একই ছন্দে ছুটে চলে দেহের প্রতিটি রক্তকণিকা,
একই তাল, একই নৃত্য, একই ছন্দ, একই ঝংকার
আমার অনুভব, আমার হৃদ-স্পন্দন,
আনন্দে আনন্দে অনুরণিত আমার প্রতিটি নিউরন,
শুধু তুমি, তুমি। তুমি।
সেইন্ট আতিক
৩০ মার্চ ২০১০
TOmar ghorer samne
ReplyDeletechotto ghor banabo go,
TSC ghorer samne.