This blog have moved to FFTsys's domain. Newer posts will appear on the new URL of the blog. Thanks for visiting.

Friday, October 15, 2010

প্রিয়দর্শন


এক মেয়েকে দেখে লাগল এমন
ফুটন্ত গোলাপ যেমন
কবির স্বপ্ন যেমন,
যেমন রবির কিরণ
যেমন বনের হরিণ।
চন্দ্রিমা রাত যেমন,
ছন্দময় সুর যেমন,
মন্দিরে ভাস্বর দ্বীপ যেমন।

এক মেয়েকে দেখে লাগল এমন
যেমন রুপসী উষা
যেমন শীতের কুয়াশা
যেমন বীণার তান
যেমন রঙীন জীবন।

ছিন্ন তরমুজ যেমন
স্রোত নদীতে খেলে যেমন
যেমন বয়ে যায় সুবাসী পবন।

এক মেয়েকে দেখে লাগল এমন
যেমন নৃত্যরত ময়ুর
যেমন রেশমী আঁচল
যেমন পরীময় রাত
যেমন চন্দনের আগুন
যেমন ষোল অলঙ্করণ
যেমন লাস্যময় ঝতুরাজ
ধীরে ধীরে নেশায় মাতোয়ারা করে যেমন
এক মেয়েকে দেখে লাগল এমন।


অনুবাদ: সেইন্ট আতিক


[Click image to enlarge]

মূল গান নিচে এমবেড করে দেয়া হল।

Song: Ek ladki ko dekha to aisa laga
Movie: A love story [1942]

No comments:

Post a Comment