কাব্য তো রচনা করাই যায়
এক নিমেষে,
দুচারটা লাইন ছন্দ দিয়ে।
উহ! ছন্দ! সে তো এন্টিক!
কোন আধুনিক কবি এ কষ্ট করবেই না
কিবোর্ডে বসে।
তাহলে?
সব অগ্রজেরা যে গেছেন বিফলে!
মুখে সিগারেট আর দু-চারটা লাইন (এলো-থালু) গদ্যের হলে
কাব্যবাণে ভাসিয়ে দেয় নবীন!
তখন সব বলবে, "বাহ! বাহ! এই কাব্য তাহলে!"
নবীন বলবে, "তোমরা কি জান,
লিখেছি আমি কত রত্নলেখা?"
তাই কবিতা হয়েছে অস্পৃশ্য, ছাইপাশ্,
নবীন মনের উদ্ভট খটকা!
কিন্তু কবি যারা তাঁরা লিখেন কবিতা,
তাদের কবিতায় (কবিতার হেতু), ধরে আগুন,
হয় ঝুম বৃষ্টি..
অনুভূতিরা একই ধারায় বয়ে যায়
কুলুকুলু নদীর মতন!
সে ধারায় ভেঙে যায় হিমালয় সম বিভাজন!
আসল কবিতা হল দেশে দেশে বিপ্লব,
অন্যায়ের ত্রাস!
সে কবিতা বলে মানুষের কথা,
শান্তির,
যুদ্ধে অসুন্দর, অসাম্যের বিরুদ্ধে!
কবিতা তাই হারতে হারতে
জিততে যাওয়া গেম,
জয়ের উল্লাস!
কবিতা তাই জি.এন.ইউ-র অপারেটিং সিস্টেম;
নব নব সৃষ্টির উৎকর্ষে
পুঁজিবাদকে করা চরম উপহাস!
ঐ রচনা হয় না,
দিনভর নেশা ফুঁকে!
এ পুস্তক থেকে একটি,
ও পুস্তক থেকে দুটো লাইন ঠুকে!
যুগে যুগে কবিতার উদ্ভব দৈব,
স্বতস্ফুর্ত,
উস্কে দিতে সভ্যতার নিভু নিভু বাতিটি!
সেইন্ট আতিক
পাঠকক্ষ, শহীদুল্লাহ হল,
১৮ জৈষ্ঠ্য ১৪১৬
এক নিমেষে,
দুচারটা লাইন ছন্দ দিয়ে।
উহ! ছন্দ! সে তো এন্টিক!
কোন আধুনিক কবি এ কষ্ট করবেই না
কিবোর্ডে বসে।
তাহলে?
সব অগ্রজেরা যে গেছেন বিফলে!
মুখে সিগারেট আর দু-চারটা লাইন (এলো-থালু) গদ্যের হলে
কাব্যবাণে ভাসিয়ে দেয় নবীন!
তখন সব বলবে, "বাহ! বাহ! এই কাব্য তাহলে!"
নবীন বলবে, "তোমরা কি জান,
লিখেছি আমি কত রত্নলেখা?"
তাই কবিতা হয়েছে অস্পৃশ্য, ছাইপাশ্,
নবীন মনের উদ্ভট খটকা!
কিন্তু কবি যারা তাঁরা লিখেন কবিতা,
তাদের কবিতায় (কবিতার হেতু), ধরে আগুন,
হয় ঝুম বৃষ্টি..
অনুভূতিরা একই ধারায় বয়ে যায়
কুলুকুলু নদীর মতন!
সে ধারায় ভেঙে যায় হিমালয় সম বিভাজন!
আসল কবিতা হল দেশে দেশে বিপ্লব,
অন্যায়ের ত্রাস!
সে কবিতা বলে মানুষের কথা,
শান্তির,
যুদ্ধে অসুন্দর, অসাম্যের বিরুদ্ধে!
কবিতা তাই হারতে হারতে
জিততে যাওয়া গেম,
জয়ের উল্লাস!
কবিতা তাই জি.এন.ইউ-র অপারেটিং সিস্টেম;
নব নব সৃষ্টির উৎকর্ষে
পুঁজিবাদকে করা চরম উপহাস!
ঐ রচনা হয় না,
দিনভর নেশা ফুঁকে!
এ পুস্তক থেকে একটি,
ও পুস্তক থেকে দুটো লাইন ঠুকে!
যুগে যুগে কবিতার উদ্ভব দৈব,
স্বতস্ফুর্ত,
উস্কে দিতে সভ্যতার নিভু নিভু বাতিটি!
সেইন্ট আতিক
পাঠকক্ষ, শহীদুল্লাহ হল,
১৮ জৈষ্ঠ্য ১৪১৬
No comments:
Post a Comment