This blog have moved to FFTsys's domain. Newer posts will appear on the new URL of the blog. Thanks for visiting.

Monday, October 19, 2009

Linux Wallpapers - 2

Continuing Linux Wallpaper. Like the previous post you'll be able to download wallpapers of good quality resolution by simply clicking them.

Wallpaper-1 Yellow Spirit



Wallpaper-2 Linux Logo Magnify


Wallpaper-3 Red Mountain


Wallpaper-5 Sail the Ocean to figure it out


Wallpaper-6 Incredible Nature


Wallpaper-7 3d Effect


Wallpaper-8 Linux Text 1


Wallpaper-9 Linux Text 2


Wallpaper-10 Linux Text 3


If you find these wallpapers good to use with other Operating Systems feel free to do that. All credits go to the community.

Sunday, October 18, 2009

Linux Wallpapers - 1

I used Linux for a long time and I enjoyed. Those days there were always some wallpapers beside me to make the Desktop more beautiful. Now I'm thinking to share them with those good quality images that always made me cool. I think it will be fun. I have added couple of other wallpapers along with Linux wallpapers. I hope you'd enjoy them.
Downloading is easy. Simply click the image that you like to download.

Wallpaper-1 Matrix Revolution



Wallpaper-2 Invaluable Illustration



Wallpaper-3 Linux Logo, Penguin Inside



Wallpaper-4 Fedora Core Logo



Wallpaper-5 Natural Scenario (Gnome)



Wallpaper-6 4 Elements



Wallpaper-7 Fedora Core 8 Blue



Wallpaper-8 Fedora Ball Shapes



Wallpaper-9 Fedora Mac



Wallpaper-10 Fedora Mountains



Wallpaper-11 Natural Scenario



Wallpaper-12 Another Natural Scenario



Wallpaper-13 Natural Scenario 3



Click here to continue to Linux wallpapers collection 2

If you find these wallpapers good to use with other Operating Systems feel free to do that. All credits go to the community.

বাংলা কবিতা: গণরুম (Gonoroom)

কারো সাথে প্রতিযোগিতা ছিল না আমার
নিজের সাথে নিজের যুদ্ধে ডুবে ছিলাম অপার।
সে রণে হয়ে জয়ী জেনেছিলাম নস্যি ভর্তিযুদ্ধ!

ক্যাম্পাস আমি ভালবাসি বলে
      ঠাঁই চেয়েছি হলে,

পুকুরপাড় হতে মধুর ক্যান্টিন
“জয় বঙ্গবন্ধু, জয় জিয়া"
চিৎকার করেছি পরাধীন;
      মিস করে কত ল্যাব
একটি সিটের জন্য কত ঝড়িয়েছি আবেগ্।

পলিটিক্স করবে বলার পর
নেতৃবৃন্দের অনেকের প্রতি হয়েছে কদর!
তাই আমার পালা আসে সর্বশেষে,
স্বাগতম জানায় গণরুম
     আমায় করূণ হাসি হেসে!


সেইন্ট আতিক
পাঠকক্ষ, শহীদুল্লাহ হল,
৫ জুলাই ২০০৯ ইং

If Unicode Bangla is not displayed correctly in your browser follow here.

বাংলা কবিতা: আলোকিত (The Enlightened)

বাবা বলতো,
“সাবাস, বাবু! আরেকটু হেঁটে এসো!
     ধরো রঙিন ফুলটা।“
কষ্ট করে ব্যালান্স করে বাড়িয়েছি
     পা আরেকটা।

এইভাবে হাঁটতে শিখেছি
     হাঁটি হাঁটি পা পা।
মনে আসে বারবার
     স্মৃতি থাকে না তো চাপা!

আশা নিয়ে বসে থাকি ডিসকাশন টেবিলে,
ভাবি বন্ধুদের নিয়ে ক্লাস্ শেষ করে এই তুমি এলে!
হৃদয় তিয়াশা মিটাব
     তোমায় দেখব নয়ন ভরে!
হর-রোজ তুমি পার হয়ে যাও আমায় অবহেলে,
মুখে ব্যস্ততা আর অহংকারে নয়ন রাঙিয়ে।
বন্ধুরা বলে, “"কিরে গর্দভ, ডিপার্টেড হয়ে গেলি নাকি!
     যাবি না ডিপার্টমেন্ট ছেড়ে?”

আমার প্রতিক্ষা চলে অবসরে!
অদৃষ্টের নিকট আমার গোপন আরতি
কভু যদি দেখি তোমার স্নিগ্ধ প্রসন্ন মূর্তি!
হেঁটেছি বহু পথ তোমার পিছু পিছু
শৈশবের রঙিন ফুল ধরা যদি দেয় বা কিছু!

বিনিময়ে দিয়াছ কটাক্ষ দৃষ্টি
     আর নির্মম অপমান!
হায় অনাসৃষ্টি,
আমার হৃদয় ভেঙে করেছ খানখান্!

তাই আর আমি সৌন্দর্য্য দেখি না,
আমার কাছে যার অন্য ডেফিনিশন!
আমারে আমি বদলে দিয়েছি,
বেদনা আমায় করেছে
     অসীম নিয়ন্ত্রণ।

জীবন তো নয় চলচ্চিত্র,
বিড়ি-মাদকের হই নি আমি ভৃত্য।
ছেড়েছি ফেসবুক, ছেড়েছি মেসেন্জার
ইন্টারনেট করে বিচ্ছিন্ন বিদায় কম্পিউটার!

ঝড়ের আঘাতে জীবন হল বাস্তবতা,
দূর করে সকল ইল্যুশন(ভ্রম নয়)!
আমার দর্শন, আমার কল্পনা,
ভেঙে চুরে গড়েছে আমায়, দিয়ে নতুনতা।

তোমায় ঘিরে আঁধারের মেঘ দূরীভূত হয়ে
আমি পেয়েছি পরিচ্ছন্ন মনন্।
হেঁটে চলি আমি,
     হেঁটে চলে বহমান জীবন!


সেইন্ট আতিক
পাঠকক্ষ, শহীদুল্লাহ হল,
১৮ জৈষ্ঠ্য ১৪১৬

If Unicode Bangla is not displayed correctly in your browser follow here.

বাংলা কবিতা: ছাত্রনেতা (The Political Leader)

আমার রুমে নর্তকী নাচাই,
রাতভর সঙ্গীদের নিয়ে মদগাঁজা খাই
তাতে কে বলবে কি?!
শুধু ঠিকঠিক বলবে কুৎসিত মোটা টিকটিকি!

সাউন্ড-সিস্টেমটা ছেড়ে দিয়ে গভীর রাতে
করি অনুপম নৃত্য;
“আয়, তোরা কে কি বলবি ওরে আমার ভৃত্য !”

আমার নিদ্রাকালে হয় যদি টু-শব্দটা
মাফ চেয়ে ক্ষমা পাবে? কার আছে বুকের পাটা!
সে হোক ব্যাচম্যাট, কিংবা ব্লাডি জুনিয়র।

ঘুম ভেঙ্গে কখনো সকাল দেখি না,
দেখি বেলা দ্বিপ্রহর!
মধুর আবেশে চেখে দেখি ক্যান্টিন-
ম্যাসের খাবারের সারি
ভেবে দেখি ক্যান্টিনের চাঁদা ডাবল করব কিনা।

খাবার আমার রুমেই আসে,
আহারের কারণে ক্যান্টিনে আমি যাই না।

যদিবা কখন,
হেঁটে হেঁটে গিয়ে সেখানে করি অবতরণ
সব জুনিয়র নতজানু হয়ে হাতে হাত মিলিয়ে,
সালামে সালামে করবে আমায় বরণ।

আমার ক্ষমতাবাণ আঙুলের ইশারায়-
কারে রাখি গণরুমে, কারে ডাবলিং
কারে করে সিঙ্গেল।
কঠিন হিসেব কষে কষে কে কতটুকু
মেরেছিল তেল!

আমরা (সংখ্যালঘু) থাকি একা এক রুমে
শিষ্যরাও সিঙ্গেল্।
গাদাগাদি করে তবু মরার মত
হলে পড়ে থাকে নন-পলিটিক্যাল(সংখ্যাগরিষ্ঠ)!

নন-পলিটিক্যাল স্টুডেন্ট—
অনুরোধ করতে আসে আমায়
হয়ে গেলে প্রুডেন্ট!
সবাই জানে বড় মিষ্ট আমার ব্যবহার
কৌশলে ঠিকই বাঁশ দিয়ে দেই
অরাজনৈতিকতার!

নৈশ আকাশের নক্ষত্রের দেখতে দেখতে পতন
বিড়িমুখে ঢুকলাম গেষ্টরুমে যখন!
শুনি
“সিট ছাড়ব না”
বলছে নন-পলিটিক্যাল।
এ হলে ছাত্রের এ স্পর্ধা অসমান,
আমি ছাত্রনেতা, আমি সবচেয়ে মূল্যবান!

এক ফালি কাঠ দিয়ে ঠ্যাঙ ভেঙ্গে
ভেঙ্গে হাত বশ করাতে পারলাম না,
শালা আজব ক্যামিকেল!

“মেডিকেলে দিস না” জুনিয়রদের বলে
হাওয়া খেতে এলাম পুকুর পাড়েতে!

রাতের মিটিংয়ে সব নেতারা দেয় আমাকে বাহ! বা!
“কমিটিতে পদ নেতা তুমি অবশ্যই পাবা! চিয়ারস্!”
মিটিং শেষ হলে
ফিরে আসি আমার অন্দরমহলে

নব সম্ভাবনার কল্পনায় আমি নিদ্রা যাই গভীর সুখে।
ঘুম ভাঙলে (ডিস্টার্বেন্স!) অশ্রাব্য গালি দিয়ে যাই থেমে,
দশদিক থেকে আসছে এমন প্রলয়ংকরী হুংকার!
“পলিটিক্যালের চামড়া তুলে নেব আমরা।“

আমি উত্তাপে গেছি ঘেমে
দাউদাউ জ্বলছে আমার অধিকৃত কক্ষের দোর, বাতায়ন,
হাওয়ায় হাওয়ায় উস্কে যাচ্ছে
প্রথম সভ্যতার আনয়নকারী আগুন!


(Applies to corrupted politicians only.)

সেইন্ট আতিক
জুলাই ২০০৯ ইং

If Unicode Bangla is not displayed correctly in your browser follow here.

বাংলা কবিতা: আর পারছি না গুরু (I cannot tolerate anymore)

আর পারছি না গুরু
তেইশটা বছর ধরে,
প্যান্টে শার্ট গুঁজে পরে
আর পারছি না গুরু,
সেই নার্সারি থেকে শুরু।

পাড়ার যত ছেলে গুলো,
সবার ঘরে বউ এল
মা বলে মন দিয়ে পড়ো।
আর পারছি না গুরু,
সেই নার্সারি থেকে শুরু।

অবশেষে মায়ের দয়া হল,
ঘরে ফুটফুটে বউ এল।
ফুলশয্যার রাতে
একগোছা মালা হাতে, বউকে শোধাই
'আমার জীবনে তুমিই প্রথম
তোমার জীবনে আমিও কি তাই?'

বউ হেসে বলে,
'আর পারছি না গুরু,
সেই নার্সারি থেকে শুরু।'


(Anonymous)
If you know writer name please write in comments.

If Unicode Bangla is not displayed correctly in your browser follow here.

বাংলা কবিতা: কবিতা জীবনবিধান (Constitution De Life)

যুগে যুগে দেখি আমি মানবসভ্যতা,
বুদ্ধি আছে অপরিমেয়
      যদিও নেই পরিমিত ধর্ম, গুণ।
যতটুকু করে সৃষ্টি দ্বিগুণ তার করে ধ্বংস!
মানুষের প্রধান ধর্ম অরাজকতা।

তাই আমি বার বার ধরণীতে আসি,
একখানা গ্রন্হ, কিছু উপদেশ
      দিয়েছি শৃঙ্খলা, নীতিমালা অশেষ,
যেন অপরাধ না করে হাসি হাসি
      কোন মানবসন্তান।

মহান করে দিয়েছি হিন্দু-ইসলাম
অন্যপাশে রেখে বৌদ্ধ-খ্রিস্টান

ধর্মে ধর্মে রচে সম্প্রদায়
      করে পরস্পরের নাশ্,
সব পশুপাখিরে মিলে আমি করি অট্টহাস্।

গাধা তার কন্ঠ তুলে শোধায়,
“তারা তোমায় প্রশ্ন করে নি ক ভুলে
প্রভু তোমার কি আছে জীবনবিধান?”
আমি দেখি শূণ্যতা,
      দ্যুতিময় অন্ধকার অম্লান!

সেইন্ট আতিক
পাঠকক্ষ, শহীদুল্লাহ হল,
জুলাই ২০০৯ ইং

If Unicode Bangla is not displayed correctly in your browser follow here.

বাংলা কবিতা: অসময়ের কাব্য (Poem in Scarce Time)

কাব্য তো রচনা করাই যায়
     এক নিমেষে,
দুচারটা লাইন ছন্দ দিয়ে।

উহ! ছন্দ! সে তো এন্টিক!
কোন আধুনিক কবি এ কষ্ট করবেই না
     কিবোর্ডে বসে।

তাহলে?
সব অগ্রজেরা যে গেছেন বিফলে!
মুখে সিগারেট আর দু-চারটা লাইন (এলো-থালু) গদ্যের হলে
     কাব্যবাণে ভাসিয়ে দেয় নবীন!

তখন সব বলবে, "বাহ! বাহ! এই কাব্য তাহলে!"
নবীন বলবে, "তোমরা কি জান,
     লিখেছি আমি কত রত্নলেখা?"

তাই কবিতা হয়েছে অস্পৃশ্য, ছাইপাশ্,
     নবীন মনের উদ্ভট খটকা!

কিন্তু কবি যারা তাঁরা লিখেন কবিতা,
তাদের কবিতায় (কবিতার হেতু), ধরে আগুন,
     হয় ঝুম বৃষ্টি..
অনুভূতিরা একই ধারায় বয়ে যায়
     কুলুকুলু নদীর মতন!
সে ধারায় ভেঙে যায় হিমালয় সম বিভাজন!

আসল কবিতা হল দেশে দেশে বিপ্লব,
     অন্যায়ের ত্রাস!
সে কবিতা বলে মানুষের কথা,
     শান্তির,
যুদ্ধে অসুন্দর, অসাম্যের বিরুদ্ধে!

কবিতা তাই হারতে হারতে
     জিততে যাওয়া গেম,
          জয়ের উল্লাস!
কবিতা তাই জি.এন.ইউ-র অপারেটিং সিস্টেম;
     নব নব সৃষ্টির উৎকর্ষে
          পুঁজিবাদকে করা চরম উপহাস!

ঐ রচনা হয় না,
     দিনভর নেশা ফুঁকে!
এ পুস্তক থেকে একটি,
     ও পুস্তক থেকে দুটো লাইন ঠুকে!

যুগে যুগে কবিতার উদ্ভব দৈব,
     স্বতস্ফুর্ত,
উস্কে দিতে সভ্যতার নিভু নিভু বাতিটি!

সেইন্ট আতিক
পাঠকক্ষ, শহীদুল্লাহ হল,
১৮ জৈষ্ঠ্য ১৪১৬

Literally Quoted Wallpapers-1: Pathless Woods, Lord Byron

THERE is a pleasure in the pathless woods,
      There is a rapture on the lonely shore,
      There is society, where none intrudes,
      By the deep sea, and music in its roar:
      I love not man the less, but Nature more,
      From these our interviews, in which I steal
      From all I may be, or have been before,
      To mingle with the Universe, and feel
What I can ne'er express, yet cannot all conceal.

                  -- Lord Byron, (George Gordon)

As I love this poem very much I have inscribed an illustrated image from this poem which you can download and set as background.

Click on the image[resolution: 1024x768] to download.






Saturday, October 17, 2009

Science Wallpapers 1.

This is the image that I was imagining and it got the same shape of my imagination with that nice quote. Click on the image[resolution: 1024x768] to download.


Sunday, October 4, 2009

The Definition of Science


The word science comes from the Latin "scientia," meaning knowledge.

How do we define science? According to Webster's New Collegiate Dictionary, the definition of science is "knowledge attained through study or practice," or "knowledge covering general truths of the operation of general laws, esp. as obtained and tested through scientific method [and] concerned with the physical world."

What does that really mean? Science refers to a system of acquiring knowledge. This system uses observation and experimentation to describe and explain natural phenomena. The term science also refers to the organized body of knowledge people have gained using that system. Less formally, the word science often describes any systematic field of study or the knowledge gained from it.

What is the purpose of science? Perhaps the most general description is that the purpose of science is to produce useful models of reality.

Most scientific investigations use some form of the scientific method. You can find out more about the scientific method here.

Science as defined above is sometimes called pure science to differentiate it from applied science, which is the application of research to human needs. Fields of science are commonly classified along two major lines:
- Natural sciences, the study of the natural world, and
- Social sciences, the systematic study of human behavior and society.

Related Sources:

http://www.sciencemadesimple.com/science-definition.html
http://en.wikipedia.org/wiki/Science